নাশকতা মামলায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি গ্রেপ্তার

পুলিশ জানায়, জাবেদ আহমেদ সুমন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, রাস্তা অবরোধ ও রাস্তায় টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করে নাশকতার অভিযোগে দায়ের করা একাধিক মামলার আসামি।
নাশকতা মামলায় টঙ্গী বিএনপি সভাপতি গ্রেপ্তার
গ্রেপ্তার সরকার জাবেদ আহমেদ সুমন। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উত্তরা ও টঙ্গীর সীমানা এলাকা থেকে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

পুলিশ জানায়, জাবেদ আহমেদ সুমন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, রাস্তা অবরোধ ও রাস্তায় টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করে নাশকতার অভিযোগে দায়ের করা একাধিক মামলার আসামি।

ওসি মুস্তাফিজুর বলেন, 'তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল আদালতে পাঠানো হবে।'

Comments

The Daily Star  | English

Food inflation above 10% for half a year, why?

Experts say raising policy rate would have little impact on lowering food prices

2h ago