রাজশাহী-৪

আওয়ামী লীগ প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এসআই প্রত্যাহার

রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের এমপি প্রার্থী আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোয় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।
আওয়ামী লীগের এমপি প্রার্থী আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানন পুলিশের এসআই জিলালুর রহমান। ছবি: সংগৃহীত

রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের এমপি প্রার্থী আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোয় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।

একদল পুলিশ সদস্যকে নিয়ে আবুল কালাম আজাদের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছিলেন তিনি।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল আলম বলেন, প্রত্যাহার হওয়া এসআই জিলালুর রহমান বাগমারা থানার তাহেরপুর ফাঁড়ির ইন-চার্জ ছিলেন।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় আবুল কালাম আজদকে শুভেচ্ছা জানাতে তাহেরপুরে তার রাজনৈতিক কার্যালয়ে গিয়েছিলেন এসআই জিলালুর রহমান। এই ঘটনার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়।

ছবিতে ফুলের তোড়াসহ আবুল কালাম আজাদের সঙ্গে দেখা যায় এসআই জিলালুর রহমানকে।

উল্লেখ্য, রাজশাহী-৪ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি এনামুল হক এবার মনোনয়ন পাননি। তার বদলে এবার দলীয় মনোনয়ন পেয়েছেন আবুল কালাম আজাদ।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

9h ago