রাজধানীর ফুলবাড়িয়ায় বাসে আগুন

পরে ফায়ার সার্ভিস আগুন নেভায়।
ফুলবাড়িয়া এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ রোববার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে পুলিশ সদর দপ্তরের পেছনে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে ভিক্টর ক্লাসিক পরিবহনেন বাসে আগুন দেওয়া হয়। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান সিকদার জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভায়।

Comments