চট্টগ্রাম, নাটোর ও সিরাজগঞ্জে ৬ গাড়িতে আগুন

প্রতীকী ছবি

চট্টগ্রামে একটি দ্বিতল বাসসহ দুটি বাস ও একটি ট্রাক, নাটোরে দুটি বাস এবং সিরাজগঞ্জে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম নগরীর আকবরশাহ, ডবলমুরিং এবং দামপাড়া এলাকায় রোববার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে এসব আগুন দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

সিএমপির বায়েজিদ জোনের সহকারী কমিশনার বেলায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাত সাড়ে ১০টার দিকে দামপাড়া বাস কাউন্টার এলাকায় মোটরসাইকেলে থাকা তিন দুর্বৃত্ত রিলাক্স পরিবহনের ঢাকাগামী একটি দ্বিতল বাসে আগুন দেয়। এতে বাসটি আংশিক পুড়ে যায়।'

তিনি বলেন, 'এসময় বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে এর চালক ও সহকারী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।'

সিএমপির পশ্চিম জোনের ডিসি নিহাদ আদনান তাইয়ান বলেন, 'রাত সাড়ে ৯টার দিকে আকবর শাহের গোরস্তান এলাকায় লুসাই পরিবহনের চালক চলন্ত বাসের পেছনের সিটে আগুন দেখতে পান।'

তিনি বলেন, 'রাত ৯টার দিকে ডবলমুরিং এলাকায় পিবিআই সদর দপ্তরের কাছে সিটি করপোরেশনের একটি দাঁড়িয়ে থাকা বর্জ্যবাহী ট্রাকে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি আগুন দেয়।'

এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ডিসি। এরপর শহরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

অপরদিকে, ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে নাটোর সদরের বড়হরিশপুর এলাকায় দাঁড়িয়ে থাকা দুই বাস এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় রাত পৌনে ১০টার দিকে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

Comments

The Daily Star  | English

Step up diplomacy as US tariff clock ticks away

At a roundtable organised by The Daily Star, exporters and an economist urge a swift rethink of trade strategy

11h ago