ফেনীতে ককটেল বিস্ফোরণ, ২ অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সোমবার ভোরে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহর কায়সার সড়কের গ্রীন টাওয়ার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
ফেনী শহরের শহীদ শহীদুল্লাহর কায়সার সড়কে আজ ভোরে দুটি সিএনজিচালিত অটোরিকশা আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

ফেনীতে দুটি সিএনজি চালিত অটোরিকশায় পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।

আজ সোমবার ভোরে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহর কায়সার সড়কের গ্রীন টাওয়ার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

অটোরিকশা চালক ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভোর পৌনে ৬টার দিকে বেশ কয়েকজন যুবক শহরের শহীদ শহীদুল্লাহর কায়সার সড়কের গ্রীন টাওয়ার মার্কেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় সড়কে যাত্রীর জন্য বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা অপেক্ষা করছিল। দূর্বৃত্তরা অতর্কিতে দুটি অটোরিকশায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় একজন চালক ওই যুবকদের বাধা দেওয়ার চেষ্টা করে। তখন তারা ইট দিয়ে ওই চালকের মাথায় আঘাত করে। এতে চালক ইকবাল হোসেন আহত হন। অপর অটোরিকশা চালক ভয়ে দৌড়ে সেখান থেকে চলে যান।

অটোরিকশা চালক ইকবাল হোসেন জানান, দূর্বৃত্তরা সংখ্যায় ১২-১৩ জন ছিল। তারা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অটোরিকশা দুটির অনেকাংশই পুড়ে যায়।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মিজানুর রহমান জানান, অটোরিকশা দুটি আংশিক পুড়ে গেছে। অটোরিকশা দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হবে। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।

Comments