গণমাধ্যমের সঙ্গে কথা না বলেই বনানী কার্যালয় ছাড়লেন জি এম কাদের

সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই গাড়িতে উঠে বনানীর কার্যালয় ছাড়েন ওবায়দুল কাদের। ছবি: মুনতাকিম সাদ/স্টার

গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলেই বনানীর কার্যালয় থেকে বেরিয়ে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আজ সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে বনানী কার্যালয় ত্যাগ করেন তিনি।

এসময় গণমাধ্যমকর্মীরা তার বক্তব্য জানতে চাইলে তিনি কোনো কথা বলেই গাড়িতে উঠে পড়েন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ রোববার সকাল থেকেই বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা।

এর ইমধ্যে ঢাকা-১৭ আসন থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেন জি এম কাদের।

বেলা সাড়ে তিনটার পর বনানীর কার্যালয়ে দলের মহাসচিব মুজিবুল হক জানান জাতীয় পার্টি ২৮৩টি আসনে ভোটে অংশে নেবে।

আজ রোববার বিকেল সাড়ে ৩টার পর বনানীর কার্যালয়ে দলের মহাসচিব মুজিবুল হক জানান জাতীয় পার্টি ২৮৩টি আসনে ভোটে অংশে নেবে।

মুজিবুল হক বলেন, 'কোনো জোট হয়নি। আসন সমঝোতা হয়নি। তবে কিছু আসনের ক্ষেত্রে কিছু কৌশল রয়েছে।'

এরই মধ্যে আওয়ামী লীগ তাদের ২৫টি আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।

 

Comments

The Daily Star  | English

Iran launches fresh wave of attacks on Israel: state TV

"New round of Honest Promise 3 attacks," state television reported, referring to the name of the Iranian military operation against Israel

16m ago