১৩ ফেব্রুয়ারি থেকে বিএনপির ৬ দিনের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি

বিএনপি

দলের কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও দ্বাদশ জাতীয় নির্বাচন বাতিলের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে বিএনপি।

ভারত ও মিয়ানমার সীমান্তে বিভিন্ন সময় নিহত বাংলাদেশিদের স্মরণে শুক্রবার দেশের সব মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা করা হবে।

এছাড়া ১৭ ফেব্রুয়ারি দেশের সব জেলা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে।

সব উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি।

রিজভী বলেন, 'এক দফার আন্দোলন চলছে, চলবে। জনগণের সংগ্রামী ঐক্য, সংকল্প ও বীরত্বকে সঙ্গে নিয়ে দখলদার আওয়ামী সরকারের পতন নিশ্চিত করে এক দফার আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। জনগণের বিজয় সুনিশ্চিত।'

Comments

The Daily Star  | English

Jatiya Party central office vandalised, library set on fire in Kakrail

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

3h ago