বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ফটো

বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই আছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সন্ধ্যায় গণফোরাম ও ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠকের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, 'আবার ডোনাল্ড লু… আমি জানি না, আপনারা (গণমাধ্যম) তাদের অবস্থান সম্পর্কে কী ভেবেছিলেন। আমরা দেখেছি তারা (যুক্তরাষ্ট্র) অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছে। এটা তারা এখনো অব্যাহত রেখেছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা মোটেও খুশি নয়। মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদনে তারা এটা লিখেছে।'

'আপনারা জানেন যে, যেকোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখতে হয়… এজন্য সবাই সম্পর্ক রাখে। এমনকি সামরিক শাসকদের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক রাখতে হয়। আজকে বাংলাদেশের যে অবস্থা, এর পরিপ্রেক্ষিতে তারা তাদের দেশের প্রয়োজনে যেটা মনে করছে সেটাই করছে। কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে করছে না।'

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, 'এই সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠায় দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এখন যারা দেশ শাসন করছে তারা জনগণের সঙ্গে সারাক্ষণ প্রতারণা করছে, মিথ্যা তথ্য দিচ্ছে। যারাই তথ্য আনতে যায় তাদেরকে নিষেধাজ্ঞা দেয়…. আপনারা দেখেছেন সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ নিষিদ্ধ করেছে।'

'সবখানে একই অবস্থা। অর্থাৎ ওরা পুরোপুরিভাবে মিথ্যার ওপর টিকে আছে, এভাবেই টিকে থাকতে চায়। মিথ্যা ওপরে কখনো টিকে থাকা যায় না।'

বিএনপি মহাসচিব জানান, যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভবিষ্যৎ আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনা হচ্ছে। এই লক্ষ্যে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকেল সাড়ে ৫টায় গণফোরাম ও ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে বিএনপির বৈঠক হয়। এই বৈঠকে গণফোরামের সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, ফজলুল হক সরকার, মুহাম্মদ উল্লাহ মধু এবং ন্যাশনাল পিপলস পার্টির বাবুল সরদার চাখারি, পারভীন নাসের খান ভাসানী, এ আর জাফর উল্লাহ চৌধুরী, হারুনুর রশিদ, আলমগীর হোসেন, খাদিজা আখতার ছিলেন।

এরপর সাড়ে ৭টায় গণতন্ত্র মঞ্চের মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, জনসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম উপস্থিত ছিলেন।

দুই বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ছিলেন।

Comments

The Daily Star  | English
chief adviser yunus confirms election date

Election in February

Chief Adviser Prof Muhammad Yunus last night announced that the general election will be held before Ramadan in February 2026, kickstarting the process of handing over the power to an elected government.

2h ago