খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, সার্বক্ষণিক নজরদারিতে

তার আশঙ্কাজনক অবস্থা বিবেচনায় নিয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসক ও নার্স ছাড়া অন্য কারও সিসিইউতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
খালেদা জিয়া মুক্ত
খালেদা জিয়া। ফাইল ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। তিনি আগের মতোই আছেন।

আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির বলেন, 'বিএনপি চেয়ারপারসন বর্তমানে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।'

এর আগে, গতকাল দুপুরে হাসপাতালে গিয়ে মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান যে, খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার আশঙ্কাজনক অবস্থা বিবেচনায় নিয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসক ও নার্স ছাড়া অন্য কারও সিসিইউতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

5h ago