খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর সড়কে বিএনপির হাজারো নেতাকর্মী

ছবি: মামুনুর রশীদ/স্টার

লন্ডনে চিকিৎসা নেওয়া শেষে দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে দেশের ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাদের স্বাগত জানাতে বিমানবন্দর সড়ক থেকে খালেদা জিয়ার বাসভবন পর্যন্ত সড়কের দুধারে অপেক্ষায় হয়েছেন দলটির হাজারো নেতাকর্মী।

আজ সোমবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা বিমানবন্দর থেকে খালেদা জিয়ার বাসভবন 'ফিরোজা' পর্যন্ত সড়কে অবস্থান নিতে থাকেন।

ছবি: প্রবীর দাশ/স্টার

জনসাধারণের চলাচলে যেন অসুবিধা না হয় সেটা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের এই সড়কের ফুটপাথে অবস্থান নেওয়ার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে দলটির শীর্ষ পর্যায় থেকে।

ছবি: মামুনুর রশীদ/স্টার

সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা ফুটপাথেই দাঁড়িয়েছেন। দলীয় স্বেচ্ছাসেবকরা তাদের ফুটপাতে দাঁড়ানো নিশ্চিতে সচেষ্ট। তবে, কিছু কিছু জায়গায় তারা ফুটপাত থেকে সড়কের ওপরও খানিকটা নেমে এসেছেন। ফলে, সড়কের বেশকিছু জায়গায় যান চলাচলে রয়েছে ধীর গতি। 

ছবি: মামুনুর রশীদ/স্টার

এই নেতাকর্মীদের হাতে রয়েছে বাংলাদেশ ও বিএনপির পতাকা। এর পাশাপাশি রয়েছে নানা রঙ্গের ফেস্টুন, ব্যানার।

ছবি: প্রবীর দাশ/স্টার

খালেদা জিয়া ও জোবাইদা রহমানকে স্বাগত জানিয়ে এসব বর্ণিল ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন তারা। সেইসঙ্গে স্লোগানে মুখরিত করছেন পুরো এলাকা।

ছবি: পলাশ খান/স্টার

বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত খালেদা জিয়ার যাত্রা নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও।

ছবি: আমরান হোসেন/স্টার

এই সড়কে পুলিশ ও সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্য উপস্থিতি নজরে পরেছে।

ছবি: প্রবীর দাশ/স্টার

লন্ডনে চার মাস চিকিৎসা শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গতকাল হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

ছবি: মামুনুর রশীদ/স্টার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

Chief adviser calls for urgent reforms in social services to prioritise senior citizens, girls

Political interference led to unfair distribution of benefits in the past, he says

1h ago