বিএনপির আন্দোলন চালুই আছে, নতুন করে শুরুর কিছু নেই: আমীর খসরু

চট্টগ্রামের কাজির দেউড়ি এলাকার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন আমীর খসরু। ছবি: স্টার

ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপির আন্দোলনের পড়ে যায়নি, আন্দোলন চালুই আছে। নতুন করে আন্দোলনের শুরুর কিছু নেই।

শনিবার নগরীর কোতয়ালী থানার কাজির দেউড়ি এলাকার দলীয় কার্যালয় নসিমন ভবনের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়ে।

তিনি বলেন, 'গুলি করে, গ্রেনেড মেরে, টিয়ারশেল মেরে বিশ লাখ মানুষের সমাবেশ পণ্ড করা হয়েছে। তারা বলছেন আন্দোলন পন্ড হয়েছে। বিএনপির আন্দোলন চলমান, এই আন্দোলন নতুন করে শুরু করার কিছুই নেই। সমাবেশ পণ্ড করে কোনো লাভ নেই। আবার সভা হবে, মিছিল হবে। দেখেন না প্রধানমন্ত্রী ভয়ে আছেন, তারা জানে কত শতাংশ ভোট পড়েছে ইলেকশনে।'

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন 'অন্যায় যখন আইনে পরিনত হয়, তখন প্রতিরোধ অপরিহার্য। দেশে যখন কোনো বিচার নেই, তখন প্রতিরোধ করতে হবে। আমরা সবাই প্রস্তুত আছি। ব্যবসা হারিয়ে, চাকরি হারিয়ে, ঘর হারিয়ে, মামলা হামলায় জর্জরিত হয়েও কোনো কিছু আমাদের দমাতে পারেনি। নির্বাচনের আগে আমরা যতটানা শক্তিশালী ছিলাম নির্বাচনের পরে আমরা তার থেকেও শক্তিশালী।

খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন 'খালেদা জিয়ার সব টাকা ব্যাংকেই জমা আছে। তাকে পাঁচ বছর সাজা দেওয়ার পর তা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। বাংলাদেশের কোনো আইনে খালেদা জিয়ার সাজা হয়নি। সংবিধানের আলোকে এই সাজা হয়নি।'

নগর বিএনপির আহব্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন 'মাফিয়ারা দেশ শাসন করছে মাফিয়া। বেনজির, মতিউররাসহ হাজার হাজার দুর্নীতিবাজ অফিসাররা দেশের মানচিত্র গ্রাস করার পায়তারা করছে।'

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago