কালকে মনে হয়েছে আমি চোখের সামনে ফ্যাসিবাদ দেখছি: ফখরুল

কালকে মনে হয়েছে আমি চোখের সামনে ফ্যাসিবাদ দেখছি: ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, কালকে মনে হয়েছে আমি চোখের সামনে ফ্যাসিবাদ দেখছি।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, 'এখানে আইনের কোনো শাসন নেই, গণতন্ত্র নেই, এখানে মানুষের কোনো ন্যায় বিচার পাওয়ার কোনো অধিকার নেই। এমনকি কথা বলার পর্যন্ত কোনো অধিকার নেই। এই সরকার দীর্ঘদিন ধরে অত্যন্ত সুচতুরভাবে গণতন্ত্রকে নির্বাসিত করেছে। মানুষের অধিকারগুলোকে হরণ করেছে এবং ধীরে ধীরে সমস্ত অর্থনীতিকে একটি পর নির্ভরশীল অর্থনীতিতে পরিণত করেছে।'

তিনি বলেন, 'আওয়ামী লীগ সরকার গত এক দিনে যে ঘটনাটি ঘটিয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে একটি জঘন্যতম ঘটনা। আমরা আগে কখনো দেখিনি। হাসপাতালের মধ্যে গিয়ে সরকারি দলের সন্ত্রাসীরা ছাত্রদের আক্রমণ করবে এটা আমরা চিন্তাও করতে পারিনি।'

'পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল তার থেকে কোন অংশে কম করা হয়েছে'—প্রশ্ন তোলেন ফখরুল।

শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, 'আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন ছিল এনএসএফ। আইয়ুব খানের দলের ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন; তারা এভাবেই আমাদেরকে আক্রমণ করতো, আমাদের সভা পণ্ড করতো, আমাদের সমস্ত আন্দোলনকে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য শক্তি প্রয়োগ করতো বিভিন্নভাবে অস্ত্রশস্ত্র নিয়ে।'

সরকারের উদ্দেশে ফখরুল বলেন, 'আপনারা তো এর বাইরে যেতে পারেননি। আজকে একইভাবে সাধারণ ছাত্রদের ন্যায়সঙ্গত যৌক্তিক দাবির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য অস্ত্রশস্ত্র হাতে আপনাদের বাহিনী লেলিয়ে দিয়েছেন। তারা ভয়াবহ অত্যাচার-নির্যাতন করে তাদের দমন করার চেষ্টা করছেন।'

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা বারবার বলার চেষ্টা করছি, এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সরকার জনগণের অধিকার হরণ করে গণতান্ত্রিক পরিবেশ সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। আমরা এত দিন ধরে আন্দোলন করছি, সেখানে সাধারণ ছাত্রদের সে রকম কোনো অংশগ্রহণ আমরা দেখতে পাইনি। আজকে যখন তারা তাদের একটি ন্যায়সঙ্গত দাবি নিয়ে এসেছে, সেখানে তারা নিজেরাই আজকে উপলব্ধি করছে যে, কী ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।'

বিএনপি মহাসচিব বলেন, 'আমরা অত্যন্ত কঠিন সময় পার করছি। এই সময় আমরা যদি রুখে দাঁড়াতে না পারি তাহলে আমাদের জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আওয়ামী লীগ এখন আর সেই আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ সম্পূর্ণ দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে, সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে আমলাদের ওপরে এবং তার তথাকথিত বাহিনীর ওপরে; যারা আজকে রাষ্ট্রকে সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে।

'ফ্যাসিবাদ সম্পর্কে আমার ধারণা বই পড়ে, বিভিন্নভাবে। কালকে আমার মনে হয়েছে আমি আমার চোখের সামনে ফ্যাসিবাদ দেখছি। যখন দমন করতে হবে বিরোধী দলকে, বিরোধী মতকে, এমনকি ছাত্রদের দাবিগুলোকে এভাবে তাদের দলের লোক দিয়ে, সন্ত্রাসী লেলিয়ে দেওয়া—এটা হলো সত্যিকার অর্থে ফ্যাসিবাদ। সেখান থেকে দেশকে বের করে আনতে হবে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English
govt food subsidy increase in fy26 budget

Govt plans 31% hike in food subsidy in FY26 budget

The government plans to raise the food subsidy allocation by 31 percent to Tk 9,500 crore in the upcoming fiscal year, aiming to ensure access to affordable food for poor and low-income households.

15h ago