আশুলিয়ায় শ্রমিক দলের দুই গ্রুপের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় শ্রমিক দলের সমাবেশে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল উত্তরবঙ্গগামী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নেতাকর্মীরা জানান, 'দেশের শিল্পকারখানা ভাঙচুর ও শ্রমিক অসন্তোষ নিরসনে' সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আশুলিয়া থানা কমিটি। সমাবেশ শুরুর প্রথম দিকে স্টেজে ওঠা নিয়ে নিজেদের দুটি গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়।

ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম খান অভিযোগ করেন, সংঘর্ষে তিনিসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সমাবেশের শুরুতেই ট্রাকের অস্থায়ী স্টেজে উঠাকে কেন্দ্র করে প্রথমে হট্টগোলের সৃষ্টি হয়। পরে ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম খানকে স্টেজ থেকে ফেলে দেওয়া হয়। পরে এক গ্রুপ এসে তাকে পিটিয়ে আহত করে। এ সময় দুই গ্রুপের সংঘর্ষ হয়, ভাঙচুর করা হয় চেয়ার।

মাজহারুল ইসলাম খান বলেন, 'আমি ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের রানিং সাধারণ সম্পাদক। আমাদের থানা কমিটির উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। তিনি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আগেই গফুর চেয়ারম্যান ও মোখলেস খাঁনের লোকজন আমাদের ওপর হামলা করে। এতে আমিসহ আমাদের অন্তত ৫ জন আহত হয়েছি। আমিও হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।'

এ ব্যাপারে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এ ছাড়া আর কিছু না।'

Comments

The Daily Star  | English
Khamenei advisers killed by Israeli airstrike

Iran vows retaliation after US strikes on nuclear sites

"The Zionist enemy... is being punished right now," Khamenei wrote on social media.

49m ago