কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নয়: রাষ্ট্রপতিকে অপসারণ প্রশ্নে মির্জা ফখরুল

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে সাংবিধানিক প্রক্রিয়ায় সব কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতির অপসরণের দাবিতে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'আমরা এভাবে কিছু বলব না। আমাদের ফোরাম আছে, সেখানে আলোচনা হবে। আমাদের স্থায়ী কমিটির মিটিং হবে, সেখানে আলোচনার পর আমরা আমাদের অবস্থান পরিষ্কার করব।'

তিনি বলেন, 'তবে, আমরা আগেও বলেছি, গণঅভ্যুত্থানের ফসল ঘরে তুলতে হলে; বিপ্লবকে সুসংহত করতে হলে, সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত গ্রহণ না করে একটি সাংবিধানিক প্রক্রিয়ায় সব কাজ করা প্রয়োজন।'

তিনি আরও বলেন, 'এর জন্য অতি দ্রুত নির্বাচনকেন্দ্রীক সংস্কার করে নিরপেক্ষ নির্বাচন করা প্রয়োজন। একমাত্র সেটাই সব সংকট নিরসন করতে পারে।'

Comments

The Daily Star  | English

Bangladesh storm into final with 7-1 thrashing of Bhutan

Tohura Khatun scored a hattrick while skipper Sabina Khatun bagged a brace as defending champions Bangladesh stormed into the final of the SAFF Women's Championship with a 7-1 win against Bhutan in Kathmandu today. 

48m ago