‘সরকার যা পারছে না, আমরা তা করে দেখাতে চাই’

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘স্বস্তির হাট’। ছবি: সংগৃহীত

রাজধানীতে 'স্বস্তির হাট' চালু করেছে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ। আজ রোববার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই হাটের উদ্বোধন করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। 

এসময় তিনি বলেন, 'সরকার জন-আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না। দ্রব্যমূল্যের দাম আকাশছোঁয়া, মানুষের নাভিশ্বাস উঠা শুরু হয়েছে। সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ভাঙতে না পারলে সরকার ক্ষমতা ধরে রাখতে পারবে না।'

'ইতোমধ্যে সরকারের সমালোচনা ব্যাপক মাত্রা ধারণ করেছে। এখনো পর্যন্ত শহীদের সঠিক তালিকা তৈরি হয়নি, শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এখন মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। কেন গুরুতর আহদের চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হলো না? জনগণ ক্ষুধার্ত পেটে রাষ্ট্র সংস্কারের গল্প শুনতে চায় না। বাজারে যান সিন্ডিকেট ভাঙেন। রাস্তায় হাঁটেন মানুষের কথা শোনেন। আপনারা তো মানুষের কথা শুনছেন না। রাজনৈতিক দলগুলোকে দূরে রেখে দেশ চালানো সম্ভব', প্রশ্ন রাখেন তিনি।

রাশেদ খাঁন বলেন, 'আপনারা এখন রাষ্ট্রপতিকে সরাতে চান। কিন্তু সেটা তো শপথ নেওয়ার আগে দরকার ছিল। এখন রাষ্ট্রপতিকে সরতে হলে আপনারাও তো অবৈধ হয়ে যাবেন। কারণ যার হাতে শপথ নিয়েছেন, সে না থাকতে পারলে আপনারা কীভাবে থাকবেন? তখনই বলেছিলাম জাতীয় সরকার গঠন না করলে টিকতে পারবেন না। কথা শোনেননি। এখন কেন আপনাদের কথা দলগুলো শুনবে? আপনারা বিপ্লবী চেতনা ধারণ করেন না। করলে তো অন্তর্বর্তীকালীন সরকার গঠন না করে, বিপ্লবী সরকার গঠন করতেন। এখন আধা সংবিধান, আধা বিপ্লবী চেতনায় সরকার চলছে।'

পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি জাফর মাহমুদ বলেন, 'আমরা সারাদেশে স্বস্তির হাট চালু করব। এটাই আমাদের প্রতিবাদ। সরকার যা পারছে না, আমরা তা করে দেখাতে চাই। আমাদের এখানে সবজির দাম- বেগুন ৫৫ টাকা কেজি, করলা ৬০ টাকা কেজি, লাউ ৩৫ টাকা পিস, কাঁচামরিচ ১৪০ টাকা কেজি, চিচিঙ্গা ৫০ টাকা কেজি, আলু ৫৭ টাকা কেজি, পেঁয়াজ ১১০ টাকা কেজি, লেবু হালি ১৫ টাকা, ফুলকপি ২০ টাকা পিস, ঢেঁড়স ৫৬ টাকা কেজি, পটল ৬০ টাকা কেজি ও পেঁপে ২০ টাকা কেজি।'

পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম, গণনেতা ইলিয়াস মিয়া ও শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ প্রমুখ।

Comments

The Daily Star  | English
Bangladesh won SAFF Women's Championship 2024

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

1h ago