খালেদা জিয়া দেশে আর শেখ হাসিনা কর্মীদের রেখে পালিয়ে গেছেন, এটাই পার্থক্য: রিজভী

লালমনিরহাটের বড়বাড়ী এলাকায় শহীদ আবুল কাশেম কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: স্টার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে ভারত শোকাহত। ভারত শেখ হাসিনার জন্য খুব কষ্ট পেয়েছে। ভারত ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে এনে ক্ষমতায় বসানোর।

তিনি বলেন, 'বেগম খালেদা জিয়া জেল-জুলুমকে মেনে নিয়েই দেশেই ছিলেন এবং আছেন। আর শেখ হাসিনা নেতাকর্মীদের রেখে ভারতে পালিয়ে গেছেন। এটাই হলো শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়ার মধ্যে পার্থক্য।'

আজ রোববার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী এলাকায় শহীদ আবুল কাশেম কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, 'ভারতীয় মিডিয়াতে একটি স্বাধীন দেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে শুধু শেখ হাসিনার জন্য। ভারতকে বলব শেখ হাসিনার প্রতি যদি এত মায়া তাহলে ভারতে তার জন্য আর একটা তাজমহল তৈরি করেন।'

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে রিজভী বলেন, 'অনেক ষড়যন্ত্র হচ্ছে। সর্তক থাকতে হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।' 

তিনি বলেন, 'গত ১৬ বছর ধরে বিনা ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। জনগণের গণতন্ত্র হরণ করে আওয়ামী লীগ নিজস্ব লোকজনকে লুটপাটের সুযোগ দিয়েছে।' 

বিএনপির এই নেতা বলেন, 'শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার মানুষকে খুন করেছেন, বিরোধী মতের ওপর নির্যাতন চালিয়েছেন। শেখ হাসিনা নিজের ইচ্ছেমত দেশ পরিচালনা করেছেন ও ব্যাংক লুট করেছেন।'

তিনি আরও বলেন, 'শেখ হাসিনা রক্তপিপাসু, এখন ভারতে পলাতক থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাই ফ্যাসিবাদ ফের যেন ক্ষমতায় না আসতে পারে সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।'

এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ কে এম মমিনুল হক বক্তব্য রাখেন।

Comments

The Daily Star  | English

Gunfight on Meghna: ‘Robbers’ attack new police camp in Munshiganj

Police suspect arms used in attack were stolen from other police stations last year

1h ago