নোয়াখালীতে বিএনপি নেতা শাহজাহান

‘আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিলেন, তাদের লোকজন নিয়ে দল ভারী করছেন, কপালে দুঃখ আছে’

স্টার অনলাইন গ্রাফিক্স

এমন কোনো কাজ করবেন না, যেটি দলের এবং আমাদের নেতা তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করবে—নেতাকর্মীদের উদ্দেশে এমন নির্দেশনা দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, 'নিজেরা নিজেদের সংযত করেন, আচরণ সুন্দর করেন।'

তিনি বলেন, 'যেসব নেতার এই নির্দেশনা ভালো না লাগে, তারা চাইলে আস্তে আস্তে দল থেকে সরে দাঁড়াতে পারেন।'

নোয়াখালী সদর উপজেলার কালাদরাফ ইউনিয়নের একটি মাদ্রাসার মাঠে শুক্রবার দুপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শাহজাহান বলেন, 'যারা এত দিন আওয়ামী লীগের লোকজনের ছত্রচ্ছায়ায় ছিলেন, ওই সমস্ত লোকজন নিয়ে যারা দল ভারী করার পরিকল্পনা করছেন, তাদের কপালে দুঃখ আছে।'

'আজকে আমরা অনেক বড় চ্যালেঞ্জের মুখে। একটি বিদেশি শক্তি আমাদের ওপর আক্রমণের ঘোষণা করেছিল। আমাদের হাইকমিশনের ওপর আক্রমণ করেছে। এই চ্যালেঞ্জের মুখে আমরা যদি চারিত্রিক দৃঢ়তা নিয়ে, রাজনৈতিক আদর্শ নিয়ে, সততা নিয়ে ঐক্যবদ্ধ থাকতে না পারি, তাহলে যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে,' যোগ করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, 'নিজের আচার-আচরণ এমন করবেন, যাতে জনগণ মনে কোনো কষ্ট না পায়। এই দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর নানা অত্যাচার-নির্যাতনে খুব কষ্টে ছিল। পরিবর্তনে মানুষজনের মধ্যে আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপি ও তারেক রহমানকে নিয়ে মানুষের মধ্যে আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। কিন্তু গত কয়েক মাসে কিছু কার্যকলাপ মানুষকে আশাহত করেছে।'

'আমরা ভোটের জন্য রাজনীতি করি না, রাজনীতি করি মানুষের মঙ্গলের জন্য, মানুষের ভালোর জন্য। বিগত দিনে ভোট চোর-ডাকাত নিয়ে গেছে। ভালো মানুষ কি চেয়ারম্যান হতে পারেননি। কারণ, ভোটের ব্যবস্থা ছিল না। আমরা সেই ব্যবস্থা করবো, যাতে মানুষ নিজেদের ভোট নিজেরা দিতে পারেন। ভালো মানুষ নির্বাচিত হতে পারেন,' বলেন শাহজাহান।

Comments

The Daily Star  | English
Prof Yunus in Time magazine's 100 list 2025

Prof Yunus named among Time’s 100 Most Influential People of 2025

A tribute article on Prof Yunus was written by Hillary Clinton for the magazine

3h ago