নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ২০

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন এবং তিনটি গাড়িসহ মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। ছবি: সংগৃহীত

নরসিংদীর মনোহরদীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন এবং তিনটি গাড়িসহ মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলার চালাকচর বাজারে নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সাংসদ সদস্য সরদার শাখাওয়াত হোসেন বকুল ও বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে চালাকচর বাজারে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন জয়নুল আবেদীন। তবে দুপুর ১টার দিকে শাখাওয়াত হোসেন বকুলের নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এসময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। জয়নুল আবেদীনের গাড়িসহ আরও অন্তত ৩টি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের উদ্ধার করে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এ ঘটনায় জয়নুল আবেদীন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা সৃষ্টি করে বিএনপির তথাকথিত নেতাকর্মীরা। শাখাওয়াত হোসেন বকুলের নির্দেশে তার লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এটি নতুন নয়, তারা পূর্বেও এমন ঘটনা ঘটিয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি, আশা করি তাদের গ্রেপ্তার করে বিচার করা হবে।'

শাখাওয়াত হোসেন বকুল ডেইলি স্টারকে বলেন, 'আমিসহ আমার দলের সদস্য সচিব এলাকাতেই নেই। অথচ জয়নুল আবেদীন মিথ্যা অভিযোগ করেছেন। তার বিচার আল্লাহ করবেন।'

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'সংঘর্ষের বিষয়ে জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা এ ঘটনায় কাজ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

 

Comments

The Daily Star  | English

4 hurt in RU clashes

The confrontations took place in four separate incidents, spanning from last night and today

5h ago