খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনের যানজটে বিএনপির দুঃখ প্রকাশ

ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিন গত মঙ্গলবার রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হওয়ায় দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষে দুঃখ প্রকাশ করেছেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি জনগণের অমূল্য ভালোবাসা প্রকাশের কারণে সেদিন ঢাকা মহানগরীর সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ঢাকা শহরে চলাচল করতে নাগরিকদের বিভিন্ন ভোগান্তিতে পড়তে হয়েছে। 

বিবৃতিতে তিনি দলের পক্ষ থেকে এজন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, 'পরিস্থিতি বিবেচনা করে ঢাকাবাসী ওই দিনের চলাচলের ক্ষেত্রে সাময়িক অসুবিধাকে সুনজরে দেখবেন বলে আমরা প্রত্যাশা করছি।'

গত ৭ জানুয়ারি লন্ডন যাত্রার আগে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় খালেদা জিয়ার গাড়িবহরের আশপাশে ভিড় করেন বিএনপির নেতাকর্মীরা। ছবি: এমরান হোসেন/স্টার

বিএনপি মহাসচিব বলেন, দেশবাসী অবগত আছেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আক্রোশের শিকার হয়ে দেশনেত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দেশবাসীর এটাও স্মরণ আছে, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের পুরোধা বেগম খালেদা জিয়া কোনো অন্যায়ের প্রতি আপোষ না করে, দেশের প্রচলিত আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখিয়ে বিগত সরকারের দেওয়া মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে অন্তরীণ ছিলেন। কারাগারে থাকাকালীন সময়ে উন্নত চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে।

তিনি বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে বিএনপি এবং চেয়ারপারসনের পরিবারের পক্ষ থেকে পৃথকভাবে বারবার আবেদন করা স্বত্বেও তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড মওকুফ করা হয়। কিন্তু শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় আরও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাবার প্রক্রিয়া শুরু করা হয়।

উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরে যাওয়ার পথে তার গাড়িবহর ও নেতাকর্মীদের উপস্থিতির কারণে তীব্র যানজট সৃষ্টি হয় বলে বিবৃতিতে জানানো হয়।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

25m ago