খালেদা জিয়ার বিশ্রাম প্রয়োজন, নেতাকর্মীদের ফিরে যাওয়ার আহ্বান ফখরুলের

আজ সকালে লন্ডন থেকে ঢাকায় পৌঁছানোর পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুলশানের বাসভবনে যান। ছবি: রাশেদ সুমন/স্টার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের খালেদা জিয়ার বাসভবন ত্যাগ করার আহ্বান জানিয়ে বলেছেন, চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসনকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

বিএনপি মহাসচিব মঙ্গলবার দুপুর ২টার দিকে বলেন, 'তিনি (খালেদা জিয়া) এখন একটু অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়েছেন পুরোপুরি বিশ্রাম নিতে। আপনারা দয়া করে বাসার সামনে থেকে নিজ নিজ বাড়ি চলে যান। তাকে একটু বিশ্রাম নিতে দেন। এখানে কেউ গোলযোগ সৃষ্টি করবেন না।

খালেদা জিয়া তার বাড়িতে আসার পরপরই তার বাসভবনের সামনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

হ্যান্ড মাইক্রোফোনে তিনি বলেন, 'দলের পক্ষ থেকে আমি আপনাদের অনুরোধ করছি, সবাই যার যার বাড়ি চলে যান। তাকে এখন রেস্ট নিতে হবে, কমপক্ষে ৮ ঘণ্টা। এখানে কেউ স্লোগান দেবেন না, কেউ ভিড় করবেন না।'

Comments

The Daily Star  | English

Parties agree on chief justice appointment, limiting emergency powers

Manifesto provision allows top-two judge choice; cabinet to approve emergency declaration

47m ago