কুমিল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জামায়াতের সভাপতি নির্বাচিত

ছবি: সংগৃহীত

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু হানিফ একই ওয়ার্ডের জামায়াতে সভাপতি নির্বাচিত হয়েছেন।

সূত্র জানিয়েছে, গত ১৫ বছর তিতাস উপজেলার নয়টি ইউনিয়নে জামায়াতে ইসলামীর কোনো ওয়ার্ড কমিটি ছিল না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর জামায়াত উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতে  কমিটি গঠন করা শুরু করে।

হানিফ বলেন, 'বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাই ওয়ার্ডের অবকাঠামো উন্নয়নে আমি আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক হয়েছি। এখন আমি জামায়াতে ইসলামী ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয়েছি।'

আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন কি না জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, 'পদত্যাগ করিনি, তবে করব।'

জানতে চাইলে তিতাস উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার এ ব্যাপারে পরে কথা বলবেন জানান।

Comments

The Daily Star  | English

DU student reportedly identified as arsonist behind Charukola motif fire

Students of the Arabic department claim he is a student of the department and an activist of BCL

14m ago