দেশে অস্থিতিশীলতার জন্য হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত

দেশে অস্থিতিশীলতার জন্য ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, 'আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতার সৃষ্টি হচ্ছে। এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল, সেই রেজিম দায়ী।'

আজ রোববার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অপেক্ষমান গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, 'বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অর্ভ্যুত্থানে সফলতা অর্জন করেছে। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই।'

সবাইকে সাবধানতা অবলম্বন করার আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফ্লাইট বিকেল ৪টা ৫৮ মিনিটে অবতরণ করে বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত ৬ ও ৭ ফেব্রুয়ারি ওয়াশিংটনে 'ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট' এ আমন্ত্রিত হয়ে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি জায়মা জারনাজ রহমান।

ফখরুল জানান, তাদের যুক্তরাষ্ট্র সফর খুব সফল হয়েছে।

খালেদা জিয়া ভালো আছেন

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া কেমন আছেন, যুক্তরাষ্ট্রে তার চিকিৎসা হবে কি না জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, 'ম্যাডাম ভালো আছেন। ট্রিটমেন্ট চলছে।'

Comments

The Daily Star  | English
shutdown at Jagannath University

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

3h ago