বিএনপির ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ পদযাত্রায় আজ ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা দাবি এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগে ৪৮ ঘণ্টার কর্মসূচি পালন করছে বিএনপি।
'জাগো বাহে, তিস্তা বাঁচাই' শীর্ষক এই কর্মসূচি আজ মঙ্গলবার শেষ হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লালমনিরহাট, রংপুর এবং গাইবান্ধা—এই তিন জেলার তিস্তা নদীর ১১টি পয়েন্টে কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেবেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমান ভার্চুয়ালি সমাবেশে যোগ দেওয়ার পর বিকেল ৪টার দিকে সমাপনী বক্তব্য দেবেন।
তারেকের ভার্চুয়াল অংশগ্রহণের পাশাপাশি, বিএনপি স্থায়ী কমিটির চারজন সদস্য, দুইজন ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের একজন সদস্য কর্মসূচির বিভিন্ন পয়েন্টে উপস্থিত থাকার কথা রয়েছে।
দলীয় নেতারা বলছেন, এই সমাবেশ তিস্তা নদীর পানি বণ্টনের দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুটি সামনে এনেছে। তিস্তার পানির ন্যায্য হিস্যা না পাওয়া বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য গুরুতর উদ্বেগের বিষয়।
কয়েক দশক ধরে অমীমাংসিত এই ইস্যু সুরাহায় ব্যবস্থা নেওয়ার দাবিতে তিস্তাপাড়ে ১১টি জায়গায় গতকাল থেকে একযোগে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। আজ পদযাত্রার মাধ্যমে এই কর্মসূচি শেষ হবে।
Comments