বাংলাদেশে সব কল্যাণকর সংস্কার করেছে বিএনপি: নজরুল ইসলাম খান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, 'দেশের কিছু নতুন-পুরাতন রাজনৈতিক দল জনগণকে বোঝানোর চেষ্টা করে, বিএনপি সংস্কার চায় না। অথচ বাংলাদেশে সব কল্যাণকর সংস্কার করেছে বিএনপি।'

রোববার টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে সদ্য কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, 'বিএনপি যে ৩১ দফা দিয়েছে, তার পুরোটাই সংস্কার কর্মসূচি। সংস্কারের প্রত্যেকটি বিষয় ৩১ দফার মধ্যে রয়েছে।'

তিনি বলেন, 'গত ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতনের জন্য লড়াই করেছে। এখনও লড়াই শেষ হয়ে যায়নি। অনেক লড়াই-সংগ্রাম ও ত্যাগ-তিতিক্ষার পর দেশে পরিবর্তন—স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা হয়নি। বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।'

'স্থানীয় সরকার নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন', নজরুল ইসলাম যোগ করেন।

অনুষ্ঠানে আব্দুস সালাম পিন্টু বলেন, 'স্বৈরাচারী সরকার আমাকে ফাঁসির আদেশ দিয়ে কনডেম সেলে রেখেছিল। কোনো দিন ভাবিনি আমার পরিবার আমাকে আবার ফিরে পাবে, আমি আর কোনো দিন টাঙ্গাইলের মানুষের মাঝে ফিরে আসতে পারব।'

Comments

The Daily Star  | English
problems faced by Bangladeshi passport holders

The sorry state of our green passports

Bangladeshi passports are ranked among the weakest in the world.

5h ago