আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই ভোট বা নির্বাচন চাইব এটাই স্বাভাবিক: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল। আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা জনগণের কাছে ভোট চাইব, দেশে নির্বাচন চাইব। এটা স্বাভাবিক ব্যাপার।
আজ বুধবার কুমিল্লা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল, যারা জনগণের কথা বলে। দলের কাছে যখন সুযোগ থাকে, তখন তারা চেষ্টা করে কীভাবে জনগণের প্রত্যাশা পূরণ করা যায়।
তিনি বলেন, একটি রাজনৈতিক দলের লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, পরিকল্পনা থাকে। গণতান্ত্রিক বিশ্বে একটি রাজনৈতিক দলের পরিকল্পনাকে সফল করতে চাইলে সবচেয়ে ভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনের মাধ্যমে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করা।'
'একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের কাছে ভোট চাওয়া, নির্বাচন করা এবং নির্বাচন চাওয়া,' বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বলেন, 'আজকে আমরা দেখছি কিছু সংখ্যক লোক বা বা কিছু সংগঠন হঠাৎ করে বলছে বিএনপি শুরু নির্বাচন চায়, বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না।'
তিনি বলেন, 'বিএনপি তো একটি রাজনৈতিক দল। আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি, জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি, আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যেহেতু ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব। জনগণের কাছে ভোট চাইব, দেশে নির্বাচন চাইব। এটা স্বাভাবিক ব্যাপার।'
'একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে, সেটি আমাদের চিন্তা করে দেখতে হবে। এখানে কি অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কারও আছে কিনা, সেটি আমাদের ভেবে দেখতে হবে,' বলেন তিনি।
Comments