জাতীয় নাগরিক পার্টি

আত্মপ্রকাশের মঞ্চ প্রস্তুত, জমায়েত হচ্ছে মানুষ

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল 'জাতীয় নাগরিক পার্টি'র আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঞ্চ প্রস্তুত করা হয়েছে। 

ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ সেখানে জমায়েত হতে শুরু করেছেন।

আজ শুক্রবার বিকেল ৩টায় বড় জমায়েতের মাধ্যমে তরুণদের নতুন এই দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট শাকিল আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের মঞ্চ প্রস্তুত, চেয়ারও বসানো হয়ে গেছে। দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসা শুরু করেছেন। বিকেল ৩টায় মূল অনুষ্ঠান শুরু হবে। আমরা আশা করছি কয়েক লাখ মানুষ জমায়েত হবেন।'

ছবি: সাদী মুহাম্মাদ আলোক/স্টার

কুমিল্লা থেকে আসা সৈয়দ আহসান টিটু নামের একজন ডেইলি স্টারকে বলেন, 'ফ্যাসিবাদ বিলুপ্তির পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে। ২০১৮ সালে কোটা আন্দোলন থেকে শুরু হয়ে আজ এর পূর্ণতা পাচ্ছে, আমি সেই ইতিহাসের অংশ হতে এসেছি।'

জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি, সিপিবি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নতুন এই দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। দলে সদস্যসচিবের পদ পাচ্ছেন আখতার হোসেন। 

ছবি: সাদী মুহাম্মাদ আলোক/স্টার

গতকাল বৃহস্পতিবার বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নতুন দলের প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও সালেহউদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে।

Comments

The Daily Star  | English

10 ministries brace for budget cuts

The railway ministry, the power division, and the primary and mass education ministry will see the biggest chop.

9h ago