‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ: অনুষ্ঠানস্থলে রাজনৈতিক নেতা ও কূটনীতিকরা

মঞ্চের সামনে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কূটনীতকরা। ছবি: এমরান হোসেন/স্টার

নতুন রাজনৈতিক দলে 'জাতীয় নাগরিক পার্টি'র আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কূটনীতিকরা।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে 'জাতীয় নাগরিক পার্টি'র আত্মপ্রকাশ অনুষ্ঠান।

দুপুর থেকে ঢাকার বিভিন্ন এলাকা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে কর্মী-সমর্থকরা মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হতে থাকেন।

বিকেল ৪টার দিকে সমাবেশস্থলে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক জালালুদ্দীন আহমদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমাম ইরান।

আরও আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর আহমদ আলী কাশেমী, ইসলামী ঐক্যজোটের সেক্রেটারি জেনারেল সাখাওয়াত হোসেন রাজী, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির নুরুল ইসলাম বুলবুল, বিকল্পধারার নির্বাহী কমিটির সদস্য আব্দুল মান্নান প্রমুখ।

সেখানে আরও উপস্থিত হন ঢাকায় পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সেলর কামরান দাঙ্গাল।

সমাবেশস্থলে জড়ো হওয়া কর্মী-সমর্থকরা। ছবি: এমরান হোসেন/স্টার

মঞ্চের সামনের দিকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কূটনীতিকদের জন্য আসন নির্ধারণ করা হয়েছে।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন ইউনিটের কর্মীরা সমাবেশস্থলে জড়ো হয়েছেন। তারা প্ল্যাকার্ড বহন করে স্লোগান দিয়ে সমাবেশস্থলে আসেন।

জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি, সিপিবি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রিত অনেকগুলো দল থেকে অনুষ্ঠানে প্রতিনিধিরা ইতোমধ্যে পৌঁছেছেন। আরও অনেকেই সেখানে উপস্থিত হবেন বলে জানা গেছে। 

নতুন এই দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। দলে সদস্যসচিবের পদ পাচ্ছেন আখতার হোসেন। 

গতকাল বৃহস্পতিবার বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নতুন দলের প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও সালেহউদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে।


 

Comments

The Daily Star  | English
International Crimes Tribunal 2 formed

Govt issues gazette notification allowing ICT to try political parties

The new provisions, published in the Bangladesh Gazette, introduce key definitions and enforcement measures that could reshape judicial proceedings under the tribunals

4h ago