‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে 'জাতীয় নাগরিক পার্টি'র আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে।

আজ শুক্রবার বিকেল সোয়া ৪টায় অনুষ্ঠানের মূল মঞ্চ থেকে অনুষ্ঠান শুরুর ঘোষণা দেওয়া হয়। 

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতাপাঠ, ত্রিপিটক, বাইবেল থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।  

জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা। ছবি: এমরান হোসেন/স্টার

পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় মঞ্চ ও দর্শকসারিতে উপস্থিত অতিথি ও জনতা দাঁড়িয়ে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান।

এরপর জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

'জাতীয় নাগরিক পার্টি'র আত্মপ্রকাশ অনুষ্ঠানে ইতোমধ্যে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কূটনীতিকরা।  

বিকেল ৫টার দিকে সেখানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

এরপর সেখানে জুলাই অভ্যুত্থান নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মঞ্চের ব্যাকড্রপে থাকা স্ক্রিনে সেটি প্রদর্শিত হয়।

এর আগে, দুপুর থেকে ঢাকার বিভিন্ন এলাকা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে কর্মী-সমর্থকরা মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হতে থাকেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন ইউনিটের কর্মীরা সমাবেশস্থলে জড়ো হয়েছেন। তারা প্ল্যাকার্ড বহন করে স্লোগান দিয়ে সমাবেশস্থলে আসেন।

আমন্ত্রিত অনেকগুলো দল থেকে প্রতিনিধিরা ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন। আরও অনেকেই সেখানে উপস্থিত হবেন বলে জানা গেছে। 

নতুন এই দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। দলে সদস্যসচিবের পদ পাচ্ছেন আখতার হোসেন। 

গতকাল বৃহস্পতিবার বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নতুন দলের প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও সালেহউদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

13h ago