নাহিদকে ‘জাতীয় নাগরিক পার্টি’র আহ্বায়ক ও আখতারকে সদস্যসচিব ঘোষণা
নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে 'জাতীয় নাগরিক পার্টি'র সদস্যসচিব হিসেবে ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মীম তাদের নাম ঘোষণা করেন।
এরপর আখতার হোসেন মঞ্চে উঠে নতুন এ রাজনৈতিক দলের আংশিক কমিটি ঘোষণা করেন।
আখতার জানান, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব।
ডা. তাসনীম জারা ও নাহিদা সারোয়ার সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
নাসিরুদ্দীন পাটওয়ারীকে নতুন দলের মুখ্য সমন্বয়ক, আবদুল হান্নান মাসউদকে সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) করা হয়েছে।
এছাড়া, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সারোয়ার তুষার, মুজাহিদুল ইসলাম শাহীন, তাজনুভা জাবীন, সুলতান মোহাম্মদ জাকারিয়া, আতিক মুজাহিদ, আশরাফুদ্দীন মাহাদী, অর্পিতা শ্যামাদেব, তানজিল মাহমুদ অনীক রায়, খালেদ সাইফুল্লাহ, জাভেদ নাসির, এহতেশাম হক ও হাসান আলীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
Comments