নাহিদ ইসলাম যেভাবে ছাত্র-জনতার আন্দোলন থেকে নতুন দলের শীর্ষ নেতা

২০২৪ সালে এক সংকটময় মুহূর্তে ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের ভেতর দিয়ে যে নতুন ইতিহাসের সাক্ষী হয়েছে বাংলাদেশ, সেই গণজাগরণের একজন পুরোধা হয়ে ওঠেন নাহিদ ইসলাম। অপহরণ ও নির্যাতনের শিকার এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কীভাবে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠলেন? এখন তার ভবিষ্যতই বা কী?

আজকের স্টার এক্সপ্লেইনসে জানব নাহিদ ইসলামের রাজনৈতিক পথচলার গল্প।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

2h ago