নতুন দলের নিবন্ধন দিতে ইসির গণবিজ্ঞপ্তি, ২০ এপ্রিলের মধ্যে আবেদন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ প্রতীকে অংশ নিতে ইচ্ছুক এমন দলকে নিবন্ধন পেতে আবেদন আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)৷ এক্ষেত্রে আগামী ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।

সোমবার ইসি সচিব আখতার আহমেদের সই করা এই সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০ক এর অধীনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করতে ইচ্ছুক এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮-এ উল্লিখিত শর্তাবলী পূরণে সক্ষম রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশিকা মতো বিধিমালায় সংযোজিত ফরম-১ পূরণ করে আগামী ২০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে।

 

 

Comments

The Daily Star  | English

Trump Tariffs: World gets 90-day pause, except China

US President Donald Trump abruptly backed down yesterday in his global trade war with a 90-day tariff pause for most countries -- but slapped even more levies against China in what has become a brutal duel between the world’s two largest economies.

7h ago