দুই উপদেষ্টার পদত্যাগের দাবি গণঅধিকার পরিষদের

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।
আজ মঙ্গলবার গণঅধিকার পরিষদের বিজয়নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির সহ-সভাপতি ফারুক হাসান।
তিনি বলেন, 'বর্তমান সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে ছাত্র প্রতিনিধি দাবি করা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে থাকা দুই ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাফফুজ আলমকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে।'
'তারা যদি পদত্যাগ না করেন তাহলে অন্যান্য সব রাজনৈতিক দল ও বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে গণঅধিকার পরিষদ,' বলেন তিনি।
ফারুক হাসান বলেন, 'এই সরকার জনগণের সরকার। কিন্তু জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে একটি রাজনৈতিক দলকে পেছন থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে সবল করছে। এখান থেকে আমাদের সংশয় ও সন্দেহের উদ্রেক হয়েছে। এই সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করলে, জনগণ তাদের বিরুদ্ধেও দাঁড়াবে।'
Comments