সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু

কবির হোসেন

সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এই ঘটনায় দুই নেতার দলীয় সদস্যপদ স্থগিত এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি।

নিহত ছাত্রদল নেতার নাম কবির হোসেন (২৮)। তিনি এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং চাঁদপুর গ্রামের ফজল আকন্দের ছেলে।

বুধবার সন্ধ্যায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মঙ্গলবার ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বুধবার রাতেই দলের নেতাকর্মীরা কেজির মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে সদিয়া চাঁদপুর ইউনিয়নের করোনা বাজারে ইফতারের আয়োজন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য রওশন আলী। অপরদিকে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করেন ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি করিম মোল্লা।

এ সময় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কবিরসহ চার-পাঁচজন আহত হন।

এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) রাজু কামাল বলেন, ঘটনার পর থেকে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ এম মনসুর আলি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত পরিবার মামলা করবে বলে পুলিশকে জানিয়েছে।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জু শিকদার।

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

16h ago