বিপ্লবে উৎখাত দলকে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নজির নেই: হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার ও অভ্যুত্থানে হওয়া গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আজ শনিবার শাহবাগে এনসিপির আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, 'ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে, নির্বাচনের মাধ্যমে না। বিপ্লবের মাধ্যমে উৎখাত হওয়া দলকে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার কোনো নজির পৃথিবীর ইতিহাসে নেই।'

এনসিপির কর্মসূচি। ছবি: পলাশ খান/স্টার

সেনাবাহিনীকে উদ্দেশ্য করে হাসনাত বলেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে রাজনীতিবিদরাই কেবল রাজনীতি নিয়ন্ত্রণ করবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের কাজ ক্যান্টনমেন্টে। আপনারা ক্যান্টনমেন্টেই থাকবেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপনাদের অবদানকে আমরা স্বীকার করি ও সম্মান করি।

সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহিন সরকার বলেন, 'বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড ও মোদিবিরোধী আন্দোলনে হওয়া হত্যাযজ্ঞের জন্য এখনো জাতির কাছে ক্ষমা চায়নি আওয়ামী লীগ।'

'জুলাই অভ্যুত্থানে হওয়া গণহত্যার সুষ্ঠু তদন্ত করে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে,' যোগ করেন তিনি।

সমাবেশে উপস্থিত এনসিপির অন্যান্য শীর্ষ নেতারা আওয়ামী লীগ নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের সহযোগীদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবিও জানান।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

7h ago