মির্জা ফখরুলকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য ও মিথ্যা প্রচারণা চলানো হচ্ছে—দাবি করে এর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের চৌরাস্তায় এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, আইনজীবী, খেলোয়ারসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, 'ইদানিং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক, মানবাধিকারকর্মী পরিচয়ে একটি গোষ্ঠী মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে সমাজের স্বনামধন্য রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সম্পর্কে অযাচিত অশালীন মন্তব্য করছেন।'
'এর অংশ হিসেবে কিছু ব্যক্তি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার পরিবার সম্পর্কে ইউটিউব ও ফেসবুক ব্যবহার করে কল্পনাপ্রসূত অযাচিত প্রপাগান্ডা ছড়াচ্ছে। যা সমাজের জন্য মোটেই শুভ নয়,' বলেন তারা।
বক্তারা সরকারের কাছে মিথ্যা প্রচারণাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, সাংবাদিক মোমিনুর রহমান বিশাল, সাবেক ফুটবলার ও টাউন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আলম জুলু।
Comments