ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

ছবি: মো. আব্বাস/স্টার

বিভিন্ন কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাব নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়।

বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য জামির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

জাতীয় ঐকমত্য কমিশন ১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের কাজ শুরু করে।

সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হবে।

আগামী জাতীয় নির্বাচন এই জুলাই সনদের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে।

এর আগে ঐকমত্য কমিশন ছয়টি সংস্কার কমিশনের ১৬৬টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনার বিষয়ে ৩৯টি রাজনৈতিক দল ও জোটের মতামত জানতে একটি 'স্প্রেডশিট' (টেবিল আকারে) পাঠিয়েছিল।

Comments

The Daily Star  | English

22 out of 35 parties want caretaker govt system

As per proposals sent to constitution reform commission

9h ago