ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপি

ছবি: সংগৃহীত

পাঁচটি কমিশনের সংস্কার প্রস্তাবের উপর মতামত জানাতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শুরু করেছে বিএনপি।

আজ রোববার সকাল ১১ টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে দ্বিতীয় দিনের মতো বৈঠক শুরু হয়।

এর আগে, গত বৃহস্পতিবার সারাদিন আলোচনার পর বৈঠক স্থগিত করা হয়েছিল।

স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের বিএনপির প্রতিনিধিদল আলোচনায় অংশ নিচ্ছেন।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।

জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত অন্যান্য কমিশন সদস্যদের মধ্যে রয়েছেন ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে সংস্কার তদারকির জন্য দুই ধাপে ১১টি কমিশন গঠন করা হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই আলোচনাগুলো অনুষ্ঠিত হচ্ছে।

এইসব কমিশনের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত ঐকমত্য কমিশন ১৫ ফেব্রুয়ারি থেকে তাদের কার্যক্রম শুরু করে। ওই দিনই তারা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে প্রথম বৈঠক করে।

পরবর্তীতে, ঐকমত্য কমিশন সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগীয় সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশনের মূল সুপারিশগুলোর উপর ৩৯টি রাজনৈতিক দলের মতামত চেয়েছিল।

এর মধ্যে ৩৪টি দল তাদের মতামত জমা দিয়েছে এবং কমিশন এখন তাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করছে।

কমিশন ইতোমধ্যে ১২টি রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে। বিএনপির সঙ্গে বর্তমানে আলোচনা চলছে।

Comments

The Daily Star  | English

No justifiable reason to delay nat'l polls beyond Dec: Salahuddin

We have been able to make it clear that there is not even a single mentionable reason to hold the election after December, says the BNP leader

4h ago