ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দফা বৈঠকে বিএনপি

ছবি: মো. আব্বাস

বিভিন্ন কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দফায় বৈঠক চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়।

এর আগে ১৭ ও ২০ এপ্রিল সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে কমিশন বিএনপির সঙ্গে বৈঠকে বসেছিল।

আজকের বৈঠকে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।

ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ বলেন, বিএনপির সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা আজই শেষ হতে পারে বলে তারা আশা করছেন।

তিনি বলেন, 'প্রথম পর্যায়ে বিএনপির সঙ্গে কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে, আবার কিছু বিষয়ে মতবিরোধও আছে। যেসব বিষয়ে মতভেদ রয়েছে সেগুলো নিয়ে বিএনপি তাদের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করবে এবং দ্রুতই তাদের সিদ্ধান্ত জানাবে বলে আশা করছি। পাশাপাশি, তারা যে প্রস্তাবগুলো দিয়েছে, সেগুলোও আমরা পর্যালোচনা করব।'

তিনি জানান, অন্য রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে এবং এ মাসের মধ্যে দ্বিতীয় পর্যায়ের সংলাপ শুরু হতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, 'এটি জনগণের বিষয়, সংবিধানের বিষয়। তাড়াহুড়ো করে শেষ করা যাবে না। এখান থেকে যে ঐকমত্য তৈরি হবে, তা নজিরবিহীন হবে—এ কারণেই এতে সময় লাগছে।'

গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন।

সংস্কার প্রস্তাবগুলোর ওপর দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে তৈরি করা হবে 'জুলাই চার্টার'। এর ভিত্তিতেই পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

Why are onion prices rising abruptly?

Onion prices have been increasing over the past weeks, as farmers and traders release fewer stocks to local markets in the hope of better returns amid the government’s suspension of imports

2h ago