গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না: নাহিদ ইসলাম

জামালপুরের ফৌজদারি মোড়ে পথসভায় কথা বলেন নাহিদ ইসলাম। ছবি: শহিদুল ইসলাম নিরব
জামালপুরের ফৌজদারি মোড়ে পথসভায় কথা বলেন নাহিদ ইসলাম। ছবি: শহিদুল ইসলাম নিরব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না।

'এনসিপি নির্বাচন পেছানোর চেষ্টা করছে'—কয়েকটি রাজনৈতিক দলের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নাহিদ বলেন, 'ফ্যাসিস্ট হাসিনার অধীনে নির্বাচনের জন্য আরও চার বছর অপেক্ষা করা লাগত। আমরা গণহত্যাসহ ফ্যাসিস্ট হাসিনার সব অন্যায়ের বিচার চাই, রাষ্ট্রীয় বিভিন্ন কাঠামোর সংস্কার চাই এবং নির্বাচনও চাই।'

আজ সোমবার দুপুরে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা শহরের ফৌজদারি মোড়ে পথসভায় তিনি এসব বলেন।

তিনি বলেন, 'আপামর ছাত্র-জনতা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছে। যারা শহীদ হয়েছেন, তাদের পরিবার কোনো অর্থ চায় না, তারা চায়—সম্মান, যে আকাঙ্ক্ষায় শহীদ হয়েছেন, তা যেন প্রতিষ্ঠিত হয়।'

ঐকমত্য কমিশনে পুলিশ কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম বলেন, 'আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে পুলিশ যেন দলীয় না হয়, নির্বাচন কমিশন দলীয় না হয়। আমরা চাই পুলিশ জনগণের বন্ধু হয়ে উঠুক।'

তিনি আরও বলেন, 'সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ আনতে হবে। সংস্কার হতে হবে এমন—যেন কোনো ব্যক্তির হাতে একক ক্ষমতা কুক্ষিগত না হয়। ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। যারা দলীয় স্বার্থে এখনো ঐক্যে আসেননি, তারা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এগিয়ে আসুন।'

পথসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, মশিউর রহমান শুভ।

Comments

The Daily Star  | English

Money laundering: NBR traces Tk 40,000cr in assets abroad

The National Board of Revenue has found assets worth nearly Tk 40,000 crore in five countries which it believes were bought with money laundered from Bangladesh, said the Chief Adviser’s Office yesterday.

5h ago