ইশরাকের শপথ দাবিতে নগর ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন তার সমর্থকেরা।
আজ বৃহস্পতিবার গুলিস্তানে নগর ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। এসময় তারা আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট বিজ্ঞপ্তির পরও কেন ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না জানতে চান।
সকালে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে মিছিল নিয়ে এসে নগর ভবনের সামনে জড়ো হন। এসময় ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
বিক্ষোভকারীরা দাবি করেন যে ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের দায়িত্ব গ্রহণের অনুমতি দিতে হবে। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে তাদের আন্দোলন আরও তীব্র হবে বলেও জানানো হয়।
নগর ভবনের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভের কারণে আশেপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
Comments