বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে: হাসনাত

ছবি: টেলিভিশন থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, '৫ আগস্টের পূর্বে আওয়ামী লীগ যেভাবে স্বাভাবিক অবস্থায় জীবন যাপন করতো, এখন এসেও স্বাভাবিক অবস্থায় জীবন যাপন করছে—এটা আমাদের ব্যর্থতা।'

শুক্রবার বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমির হল রুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত জুলাই সমাবেশে তিনি এ কথা বলেন।

এটি আইন উপদেষ্টারও ব্যর্থতা উল্লেখ করে হাসনাত আসিফ নজরুলের উদ্দেশে প্রশ্ন রাখেন, 'জানুয়ারিতে কথা ছিল দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করার, আমরা জানতে চাই, মে মাসে এসেও কেন দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হয় নাই? এই হত্যাকাণ্ডে জড়িত যে আসামিরা রয়েছে, তারা কোন কোর্টে যায়? কোন কোর্টের বিচারক তাদের জামিন দিয়ে দেয়? কারা তারা? এসবের পেছনে কাদের ইন্ধন রয়েছে?'

আইন উপদেষ্টার উদ্দেশে হাসনাত আরও বলেন, 'আপনাকে যদি কেউ কাজ করতে না দেয়, যদি কাজ করতে বাধা দেয় সেটা আপনি জাতির সামনে উত্থাপন করুন।'

'খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রধান সংস্কার। আমরা এই সংস্কার প্রথমে দেখতে চাই।'

হাসনাত বলেন, 'আমরা নির্বাচনও চাই, সংস্কারও চাই। তবে আমরা চাই, বিচার হবে, সংস্কার হবে; এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচন হবে।'

এ সময় নির্বাচন কমিশনের সংস্কারের ওপর জোর দেন হাসনাত। তিনি বলেন, 'আমরা প্রস্তাব দিয়েছিলাম যারা ফেরারি আসামি, তারা যদি নির্বাচন করতে চায়, তাহলে সশরীরে এসে পেপার সাবমিট করতে হবে। নির্বাচন কমিশন সেটার বিরোধিতা করেছে। আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই, আপনারা কাদের পারপাস সার্ভ করছেন?'

তিনি আরও বলেন, 'আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু আওয়ামী লীগের যে ডোনার, আওয়ামী লীগের অর্থ ব্যবস্থা, সেটা এখনো অক্ষত। আমি কুমিল্লায় আছি, যে উপজেলায় আছি, সেই উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে।'

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা আমাকে শত্রু জ্ঞান করেন না, এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি।'

আওয়ামী লীগের সহযোগী ১৪ দল নিয়ে চিন্তা স্পষ্ট করতে অন্তর্বর্তী সরকারের প্রতি এ সময় আহ্বান জানান তিনি।

সরকারকে সহযোগিতা করতে চান জানিয়ে হাসনাত বলেন, 'অনেক কাজে আমরা আশাহত। আমরা এখনো বিচার দেখি নাই, আহতদের সম্পূর্ণ পুনর্বাসন দেখি নাই, কর্মসংস্থান দেখি নাই, যতক্ষণ না আমরা রাস্তায় নেমে এসেছি, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের কোনো পদক্ষেপ দেখি নাই। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই ধোঁয়াশাগুলো আপনারা স্পষ্ট করবেন।'

Comments

The Daily Star  | English
Hitu Sheikh sentenced to death in Magura child rape case

Magura child rape: Hitu Sheikh sentenced to death, 3 acquitted

The child went to visit her sister's house where she was raped on March 6

1h ago