যারা আ. লীগ নিষিদ্ধ চায় না, তারা ফ্যাসিবাদের পক্ষের শক্তি: হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নির্দিষ্ট কোনো দলের নয়, ফাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের আন্দোলন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শাহবাগে চলমান বিক্ষোভ থেকে আজ শনিবার বিকেলে তিনি এই মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের ঐক্য বিনষ্টের জন্য নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে৷ এটা নির্দিষ্ট কোনো দলের নয়, এটা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের আন্দোলন। বাংলাদেশ আজকে দুই ভাগে বিভক্ত—বাংলাদেশপন্থী আর ফ্যাসিবাদপন্থী। যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, তারা বাংলাদেশপন্থী। আর যারা চায় না, তারা ফ্যাসিবাদের পক্ষের শক্তি।

তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত পরশু দিন রাত থেকে আমি রাস্তায় আছি। যেকোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে। আমি বলতে চাই, কোনো ষড়যন্ত্রে বা চাপে যদি আমার মুখ থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও দেওয়ানো হয়, আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। পরবর্তী সময়ে আমি যদি কোনো ঘোষণা নাও দিই, মনে রাখবেন আপনাদের মঞ্জিলে মকসুদ হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না।

'২০১৩ সালে এই শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছিল, আমরা এখান থেকে ফ্যাসিবাদের পতনধ্বনির শেষ পেরেকটা মারব। আমাদেক মত-পথ আলাদা হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago