হাসনাত আব্দুল্লাহকে ক্ষমা চাওয়ার আহ্বান, ১ সপ্তাহের আল্টিমেটাম

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর সম্প্রতি দেওয়া এক বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপি। 

আজ সোমবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে বিভাগীয় বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসনাতকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

হাসনাত আব্দুল্লাহর 'বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে' মন্তব্যকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত, দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর উক্তি বলে উল্লেখ করেছেন তিনি।
 
সেলিম ভূঁইয়া বলেন, 'রাজনীতিতে অপরিপক্বতার কারণে হাসনাত আব্দুল্লাহ এ ধরনের মন্তব্য করেছেন। একটি দলের মুখপাত্র হিসেবে তার এ ধরনের বক্তব্য শুধু লজ্জাজনক নয়, রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা বলেও আমরা মনে করি।'

তিনি আরও বলেন, 'এনসিপির মুখপাত্র হয়ে যিনি এমন দায়িত্বহীন ও উসকানিমূলক বক্তব্য দেন, তার রাজনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ। আমরা মনে করি, অন্তর্বর্তী সরকারের উচিৎ এ ধরনের ছেলেমানুসী, অপরিপক্ব রাজনীতিবিদদের মাঠ থেকে সরিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা।'

হাসনাত আব্দুল্লাহকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে সেলিম ভূঁইয়া বলেন, 'তাকে আমাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন ও ক্ষমা না চান, তাহলে কুমিল্লায় তার রাজনৈতিক কর্মকাণ্ড চালানো কঠিন হয়ে পড়বে।'

'আমরা তাকে সুযোগ দিচ্ছি। কিন্তু সময়সীমা অতিক্রম করলে কুমিল্লার রাজপথে তার জায়গা থাকবে না,' যোগ করেন সেলিম।

গত ১৭ মে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা শিল্পকলা একাডেমির হল রুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক সমাবেশে বলেন, 'আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু আওয়ামী লীগের যে ডোনার, আওয়ামী লীগের অর্থ ব্যবস্থা, সেটা এখনো অক্ষত। আমি কুমিল্লায় আছি, যে উপজেলায় আছি, সেই উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে।'

Comments

The Daily Star  | English

Israel-Iran conflict: what we know

International calls for restraint are multiplying, as fears grow the Middle East could be on the threshold of a broader conflict.

23m ago