তারুণ্যের সমাবেশ

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীর ঢল, ভার্চ্যুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

সমাবেশ উপলক্ষে নয়াপল্টনে জড়ো হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: বিএনপি মিডিয়া সেল

বিএনপির 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা'র সমাবেশ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা।

জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজ বুধবার দুপুর ২টার দিকে এই সমাবেশ শুরু হয়।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, সকাল ১০টা থেকেই ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে আসা নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হয়েছেন।

এসময় অনেককেই রঙিন ক্যাপ এবং টি-শার্ট পরে তাদের নিজ নিজ সাংগঠনিক লোগো প্রদর্শন করতে দেখা গেছে। তারা দলীয় নানা স্লোগান দিচ্ছেন।

ছবি: এমরান হোসেন/স্টার

আয়োজকদের প্রত্যাশা, এই সমাবেশে ১৫ লাখ তরুণের জমায়েত হবে। আজকের সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এই সমাবেশের কারণে নয়াপল্টন সড়কে কোনো যানবাহন চলছে না। আশপাশের বিভিন্ন সড়কেও দেখা দিয়েছে যানজট।

সমাবেশস্থলের আশপাশে পুলিশের অতিরিক্ত উপস্থিতি রয়েছে। 

 

Comments

The Daily Star  | English

Iran strikes back at Israel with missiles over Jerusalem, Tel Aviv

Iran's Supreme Leader accuses Israel of initiating war, vows painful revenge

2h ago