ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি-জামায়াত-এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দল

ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেন বিএনপির প্রতিনিধি দল। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ সোমবার বিকেল ৪টা ৫২ মিনিটে বৈঠক শুরু হয়।

বিকেল ৪টা ৪৮ মিনিটে প্রধান উপদেষ্টা ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন।

ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

বৈঠকে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আরও আছেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে যোগ দিয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হারুনুর রশীদ।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, সিনিয়র ভাইস-চেয়ারম্যান রেদওয়ান আহমেদ এবং যুগ্ম সম্পাদক শামসুদ্দিন দিদার যোগ দিয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে বৈঠকে অংশ নিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার।

এছাড়া আরও আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সিপিবি ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সাজেদুল হক রুবেল ও বাসদের সিনিয়র নেতা বজলুর রশীদ ফিরোজ।

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

3h ago