কমিটি নিয়ে কালিয়াকৈরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১০

কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির নবঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে ২ গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলার সাহেববাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান দ্য ডেইলি স্টারকে সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন।

এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে বলে জানান তিনি। 

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার কালিয়াকৈর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা বিএনপি। নতুন কমিটির নেতাকর্মীরা সকালে আনন্দ মিছিল করে।

এদিকে, কমিটি ঘোষণার পর থেকেই কালিয়াকৈর উপজেলা বিএনপির এক অংশ কমিটিকে প্রত্যাখ্যান করে। এরপর আজ দুপুরে উপজেলার সাহেববাজারে পদবঞ্চিত নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে। 

এসময় নতুন কমিটির নেতাকর্মীরা ওই মিছিলে বাধা দিলে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও টিয়ারশেল নিক্ষেপ করে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী ডেইলি স্টারকে বলেন, 'যাদের নতুন কমিটিতে রাখা হয়েছে, তারা সবাই ক্লিন ইমেজের। তাদের ব্যাপারে এলাকা থেকে কোনো অভিযোগ নেই।'

তিনি বলেন, 'আজ সকালে নতুন কমিটির লোকজন আনন্দ মিছিল বের করলে পদবঞ্চিতদের একটি পক্ষ তাদের ওপর হামলা করেছে। দলের সব নেতাকর্মীদের এলাকায় শান্তি বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।'

জানতে চাইলে ওসি আব্দুল মান্নান ডেইলি স্টারকে বলেন, 'এ মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন রয়েছে। এ ঘটনায় কাউকে আটক হয়নি।'

Comments

The Daily Star  | English

NBR traces Tk 40,000cr in suspected laundered assets abroad

The revelation came from the Central Intelligence Cell of the tax administrator

3h ago