মিটফোর্ডের সামনের ঘটনায় কেন হত্যাকারীকে ধরা হচ্ছে না, প্রশ্ন তারেক রহমানের

সোহাগ হত্যা
ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার ঘটনায় হত্যাকারীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না—প্রশ্ন রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও প্রশ্ন রেখেছেন, 'কেন কিছু কিছু দল পুরান ঢাকার ঘটনাটিকে ভ্রান্তভাবে উপস্থাপন করছে? যে ছেলেটি মারা গেছে তার সঙ্গে হয়তো যুব দলের সম্পর্ক আছে। কিন্তু যে হত্যা করেছে, অন্য জায়গা থেকে আমরা খবর পেয়েছি...অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে।'

'তাকে ধরা হচ্ছে না। ধরা হলো অন্যদের, অ্যারেস্ট করা হলো। তাকে আসামি পর্যন্ত করা হয়নি বোধ হয় এখন পর্যন্ত। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না?'

তারেক রহমান বলেন, 'আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি অমুককে ধরা যাবে না, তমুককে ধরা যাবে না। আমরা বরাবরই বলেছি, অন্যায়কারীর আইন অনুযায়ী বিচার হবে। দলের সঙ্গে তার কী সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাতে। তাকে দল কোনো রকম প্রশ্রয় দেবে না; কেউ যদি কোনো অন্যায় করে থাকে।'

আজ শনিবার বিকেলে গুলশানে হোটেল লেকশোরে জাতীয়তাবাদী ছাত্রদলের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, 'দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন, আমরা যেটি যেটি জেনেছি তদন্তের পরে যাদের বিরুদ্ধে  অভিযোগ প্রমাণিত হয়েছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি।'

তিনি বলেন, 'আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন বসে আছেন? আইন-শৃঙ্খলা বাহিনীকে চালায় কে? বিএনপি তো চালায় না! চালাচ্ছে তো সরকার। তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের (খুনিদের) বিরুদ্ধে...সেটি দলের হোক বা অন্য কেউ হোক, কেন ব্যবস্থা নিচ্ছে না?'

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, 'দেশে ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে, জোরেশোরে শুরু হয়েছে।'

তিনি বলেন, 'আপনাদের সবার কাছে আহ্বান থাকবে আবারও আপনাদের সোচ্চার এবং সচেতন হতে হবে। কারা কীভাবে ষড়যন্ত্র করছে, কারা কীভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছে এবং ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করছে…এসব বিষয়ে সচেতন থাকতে হবে। আমাদের সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। আমাদের যে যুদ্ধ ছিল গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠার—সেই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি।'

এই দেশ সবার উল্লেখ করে তিনি বলেন, 'কারা কী করছে, কারা কী ভূমিকা রাখছে, কারা কী বর্তমানে বলছে? বলার মধ্যে পার্থক্য কী? তাদের অবস্থান ঘনঘন পরিবর্তন করছে, এই সকল বিষয়ে আপনারা নজরে রাখবেন।'

বক্তাদের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন, 'আপনারা অনেকে এখানে বক্তব্যে বলেছেন, প্রশাসনের মধ্যে এখনো বিগত স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে। কাজেই সেই ভূত এবং বর্তমানের নতুন কোনো ভূত যদি থাকে, তারা কী ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র সম্পর্কে সবাই সচেতন থাকতে হবে। যদি আমরা সচেতন না হই, এ দেশকে টিকিয়ে রাখা মুশকিল হবে।'

প্রত্যেকটি হত্যার বিচার বিএনপি করবে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, 'আপনারা বিচারের কথা বলেছেন, বিচারের কথা শুধু আপনাদের কথা নয়—সমস্ত বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষের দাবি, প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষের কথা। কাজেই কেন আমরা সেটি করব না? অবশ্যই বিএনপি যখনই সুযোগ পাবে অবশ্যই নিশ্চিত করার চেষ্টা করবে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার…কারণ এটি আমাদের কমিটমেন্ট।'

'আজকে আবারও পরিষ্কারভাবে তুলে ধরতে চাই, যে হত্যাকাণ্ড জুলাই-আগস্টে হয়েছে, যে হত্যাকাণ্ড গত ১৫ বছর হয়েছে, আমাদের সুযোগ আসলে ইনশাআল্লাহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করব।'

ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারও করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

Comments

The Daily Star  | English
impact of 1971 war on bangladesh and pakistan relations

Why 1971 still casts a shadow in Bangladesh-Pakistan relations

The truth of the 1971 remains buried in denial, distortion, and evasion

3h ago