শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের ওপর চাপিয়ে দিয়ে গেছে: নাহিদ ইসলাম

সুনামগঞ্জে এনসিপির পথসভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের ওপর চাপিয়ে দিয়ে গেছে।

'দেশ গড়তে জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে আজ শুক্রবার সুনামগঞ্জে এক পথসভায় এ মন্তব্য করেন তিনি।

নাহিদ বলেন, 'ইতিহাস ও সময় আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে আপনাদের সামনে।

আমরা আপনাদের মনে করিয়ে দিতে এসেছি আমাদের লড়াই শেষ হয়ে যায়নি। একটা নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।'

তিনি বলেন, 'আমরা বিপ্লব ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ উৎখাত করেছিলাম। আমরা এখন গণতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।'

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনার উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, 'এমন একটা দেশে আমরা বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না, বিমানেরও ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না।'

'শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের ওপর চাপিয়ে দিয়ে গেছে। এই প্রজন্মের উপর চাপিয়ে দিয়ে গেছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। এটা আমাদের দায়িত্ব,' বলেন তিনি।

নাহিদ বলেন, 'যারা রাস্তায় জীবন দিয়েছেন তাদের জন্য হলেও এই রাষ্ট্রের ফিটনেস আমাদের তৈরি করতে হবে। এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে করতে হবে। রাষ্ট্র মেরামতের রাজনীতির জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে।'

সুনামগঞ্জবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'হাওর, কৃষি ও নদীভিত্তিক সভ্যতার সুনামগঞ্জকে আমরা নতুন করে গড়ে তুলব। সুনামগঞ্জে হাসন রাজার মতো মানবতাবাদী মানুষের আধ্যাত্মিক গানের দর্শনের ভিত্তিতে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব।'

নাহিস ইসলাম বলেন, 'বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে ৫ আগস্ট রায় দিয়েছে। মুজিববাদের রাজনীতি এই বাংলাদেশে থাকবে না। মুজিববাদকে শুধু আইনগতভাবে মোকাবিলা করলেই হবে না, মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।'

'মুজিববাদ মানে মুক্তিযুদ্ধ ও শেখ মুজিব না। মুজিববাদ মানে ফ্যাসিবাদ, মুজিববাদ মানে গত ৫০ বছরের বিভাজনের রাজনীতি...মুজিববাদ মানে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা।

এই মুজিববাদের হাত থেকে স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে রক্ষা ও পুনরুদ্ধার করতে হবে। এই মুজিববাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে,' যোগ করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে জুলাই সনদ ঘোষণার আহ্বান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেবন, 'জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করব।'

Comments

The Daily Star  | English

Promises vs reality: RU students still face poor food, housing woes

RU has around 32,000 students but its 17 residential halls can house only about 10,000

36m ago