সায়েন্সল্যাব মোড়ে হাজী সেলিমকে ধাওয়া

হাজী সেলিম ল্যাবএইড হাসপাতালে ডাক্তার দেখান শেষে বের হলে তাকে ধাওয়া দেয় আন্দোলনকারীরা। ছবি: মুনতাকিম সাদ/স্টার

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে ধাওয়া দিয়েছে আন্দোলনকারীরা।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ল্যাবএইড হাসপাতাল সংলগ্ন এলাকায় তাকে ধাওয়া দেয় সেখানে অবস্থানরত আন্দোলনরত শিক্ষার্থীরা।

ধাওয়া খেয়ে হাজী সেলিম ল্যাবএইড হাসপাতালের ভেতরে আশ্রয় নেন। ছবি: মুনতাকিম সাদ/স্টার

হাজী সেলিমের সঙ্গে থাকা মো. বাবু দ্য ডেইলি স্টারকে জানান, সন্ধ্যায় ল্যাবএইড হাসপাতালে তিনি ডাক্তার দেখাতে গিয়েছিলেন।

এসময় তার ২টি গাড়ি ল্যাবএইড মোড়ে গেলে প্রায় ৩০০-৪০০ আন্দোলনকারী গাড়ি আটকে দেয়। 

ছবি: মুনতাকিম সাদ/স্টার

গাড়ির ভেতরে হাজী সেলিমকে দেখতে পেয়ে তার সঙ্গে আন্দোলনকারীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে গাড়িতে হামলা চালায় আন্দোলনকারীরা।

এরপর হাজী সেলিম এবং তার সঙ্গে থাকা ৪ জনকে ধাওয়া দেয় আন্দোলনকারীরা। হাজী সেলিম তখন উত্তেজিত হয়ে পড়েন।

ছবি: মুনতাকিম সাদ/স্টার

পরে তিনি আবার ল্যাবএইড হাসপাতালের ভেতরে ঢুকে পড়েন। ৭টা ২০ মিনিট পর্যন্ত তিনি ল্যাবএইডের ভেতরে ছিলেন।

 

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

13h ago