জামায়াত-শিবির আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে: ডিবি প্রধান
জামায়াত-শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে প্রবেশ করে শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন দিকে নেওয়া নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ।
আজ বুধবার বিকেল পৌনে ৪টার দিকে রাজু ভাস্কর্যের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডিবি প্রধান বলেন, 'জামায়াত-শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে প্রবেশ করে চলমান কোটা আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়া নেওয়ার চেষ্টা করছে। আন্দোলন ভিন্ন দিকে নিতে তারা অর্থ, খাবার ও অস্ত্র সরবরাহ করছে। তারা হলের প্রভোস্ট, শিক্ষার্থীদের হলের ভেতরে আটকে রাখে। তারা প্রভোস্ট-শিক্ষার্থীদের হলের ভেতরে আটকে রেখেছিল।
'পুলিশ কাউকে এই আন্দোলন ভিন্ন দিকে নিতে দেবে না এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে,' বলেন তিনি।
Comments